নিউজ-ডেস্ক:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবগামী এক যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৮০০ ইয়াবা জব্দ করেছে সিভিল এভিয়েশনের নিরাপত্তা বিভাগ।
মঙ্গলবার সকালে বিমানবন্দরে মো. ইউনুছ নামের ওই যাত্রীর লাগেজে ইয়াবাগুলো পাওয়া যায়।
বাঁশখালীর বাসিন্দা ইউনুছ ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছিলেন।
শাহ আমানতের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই জামান জানান, এয়ার এরাবিয়ার একটি বিমানে শারজাহ হয়ে ইউনুছের জেদ্দা যাওয়ার কথা ছিল।
“তার সঙ্গে থাকা লাগেজ তল্লাশী করে ১০ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়। ওমরাহ করতে যাচ্ছিল বলে সে জানিয়েছে। আসলে কেন যাচ্ছিল তা তদন্ত সংস্থা খতিয়ে দেখবে।”
এ ঘটনায় মামলা হওয়ার পর ইউনুছকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।