বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির ভ্রমনকালেও খোলা থাকবে সাজেক ভ্যালি


প্রকাশের সময় :৩০ এপ্রিল, ২০২২ ৮:০৫ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

তিনদিনের ছুটি (১২-১৪ মে) কাটাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাঙামাটির সাজেক ভ্যালি যাচ্ছেন। এ সময়ে নতুনভাবে পর্যটনসহ রিসোর্ট ও কটেজ চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।

এর আাগে রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক সাজেকে কিছু রিসোর্ট বুকিং করা হয়েছে। রাষ্ট্রপতি ও উনার সফরসঙ্গীরা যেখানে থাকবেন সেগুলো ছাড়া বাকি রিসোর্ট ও কটেজগুলো সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে সাজেক রিসোর্ট মালিক সমিতির ফেসবুক পেজে জানানো হয়, রাষ্ট্রপতি সাজেক সফর উপলক্ষে আগামী ১০ থেকে ১৪ মে পর্যন্ত সাজেকের সকল রিসোর্ট বন্ধ থাকবে।

ট্যাগ :