পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের শিকলবাহা খালের ওপর নির্মানাধীন কৈয়গ্রাম সেতুর ২য় দফায় পশ্চিম পাড়ের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে তিনি সেতুটির কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, পটিয়া কৈয়গ্রাম সেতুর কাজ সম্পন্ন হলে সংযোগ সড়ক বঙ্গবন্ধু টানেল সড়কের সঙ্গে যুক্ত হবে। ফলে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের বিকল্প পথে দুরত্ব কমবে প্রায় ১০ কি.মি। পটিয়া আমজুরহাট বঙ্গবন্ধু সড়ক হয়ে কৈয়গ্রাম সেতু ও বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কে যাতায়াত ব্যাবস্থা সহজ হবে।
গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পটিয়াতে এ ধরনের দৃশ্যমান বহু কাজ হয়েছে। ইতিমধ্যে কৈয়গ্রাম সেতুর ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই কৈয়গ্রাম সেতু বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কের সাথে যুক্ত হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভুমি) রাজীব হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুজ্জামান, পটিয়া নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, উপ-সহকারী প্রকৌশলী অনুপম সিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু , উপজেলা আ.লীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী , প্রকল্পের ঠিকাদারের প্রকৌশলী শাহিনুল ইসলাম, আবদুল্লাহ আল হারুন, জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, কোলাগাও ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান সামশুল ইসলাম, বদিউল আলম তুষার, হাজী ওসমান গনি প্রমুখ।