বাংলাদেশ, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার


প্রকাশের সময় :৬ অক্টোবর, ২০২১ ৮:২৯ : পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে শেলটি উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল।

সড়কের পাশে একটি ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় মর্টার শেলটি পাওয়া যায় বলে জানায় র‍্যাব।

র‍্যাব সূত্র বলছে, চিড়িয়াখানা সড়কের ৮ নম্বর কমিউনিটি সেন্টারের পাশে একটি ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। একপর্যায়ে মাটির দুই থেকে আড়াই ফুট গভীরে শ্রমিকেরা মর্টার শেলটি দেখতে পান।

পরে বাড়ির মালিক বিষয়টি র‍্যাবকে জানান। খবর পেয়ে র‍্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা মর্টার শেলটি উদ্ধার করেন।

র‍্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের মেজর মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, এটি অনেক আগের একটি মর্টার শেল। এলাকা ঘিরে রাখা হয়েছে। মাটির নিচে আরও মর্টার শেল আছে কি না, তা মেটাল ডিটেক্টর দিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার করা মর্টার শেলটি আজ দুপুরের দিকে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হবে বলে জানান মেজর মশিউর রহমান।

ট্যাগ :