স্টাফ রিপোর্টারঃ
টিকা গ্রহীতাদের হুড়োহুড়িতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রবেশের (বর্হিঃবিভাগের) গেট ভেঙে গেছে। গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় টিকা নিতে জড়ো হওয়া লোকজন লাইন ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে যায়। একজনের গায়ের ওপর একজন গিয়ে পড়ে। এতে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। যদিও আগে থেকেই বেশ কয়জন পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করছিলেন। পরে পরিস্থিতি নিযন্ত্রণে আনা হয়।
টিকা নিতে যাওয়া লোকজনের হুড়োহুড়িতে গেট ভেঙে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজিমুল ইসলাম। তিনি বলেন, প্রতিদিনের মতো টিকা নিতে আসা লোকজন হাসপাতালের বাইরে সড়কের পাশে লাইনে দাঁড়ান। ১২টার দিকে হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়।
বর্হিঃবিভাগের যে গেটটি ছিল, এক পর্যায়ে সেটি ভেঙে যায়। গেট ভেঙে গেলে লোকজন সব হুড়োহুড়ি করে হাসপাতালের ভিতরে চলে আসে।
তবে হাসপাতালের ভিতরেও লাইন ছিল। যার কারণে হুড়োহুড়ি করে ঢুকে যাওয়া লোকজন খুব বেশি বিশৃঙ্খলা করতে পারেনি। সেখানে আবারো তাদের লাইনে দাঁড়াতে হয়। পুলিশ সদস্যরাও ছিলেন। টিকাদানে কোনো সমস্যা হয়নি বলেও জানান ডা. তানজিমুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, লোকজন সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়ানো ছিলো। কিন্তু কেউ কেউ নাকি ‘টিকা শেষ হয়ে যাচ্ছে’ বলে গুজব ছড়িয়ে দেয়। এতে করে লোকজনের মাঝে হুড়োহুড়ি পড়ে যায়। ধাক্কাধাক্কিতে এক পর্যায়ে গেটটি ভেঙে যায়। তবে টিকাদানে কোনো সমস্যা হয়নি।