স্টাফ রিপোর্টারঃ
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে মডার্নার টিকা প্রদান বন্ধ ঘোষণায় বিদেশে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বিদেশগামীরা।
বিদেশগামীরা জানান, আস্ট্রাজেনেকার মতো যদি মডার্নার টিকাদানও বন্ধ হয়ে যায় তাহলে দেশের বাইরে যেতে পারবে না।
কুয়েত, কাতার, ওমানসহ আরও বেশ কয়েকটি দেশের প্রবাসীরা জানিয়েছেন, ‘মডার্নার প্রথম ডোজ টিকা নিয়েছি। কিন্তু এখন সরকার ঘোষণা দিয়েছে ১২ আগস্ট থেকে মডার্নার টিকাদান বন্ধ করে দিবে। দ্বিতীয় ডোজ না পেলে দেশের বাইরে যাওয়া সম্ভব হবে না।’
অনেকে বলেন, ‘দ্বিতীয় ডোজের ওপর নির্ভর করে বিমানের টিকিট কনফার্ম করবো। যদি টিকা শেষ হয়ে যায়, তাহলে কি হবে বুঝতে পারছি না।’