স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদ এর পক্ষ হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জ্যেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বীর মুক্তিযাদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
৫ আগস্ট (বৃহস্পতিবার) সারাদিনব্যপী চান্দগাঁও আবাসিক এলাকা ও এর আশেপাশের এলাকায় এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কৃষিও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য শাফায়েত উল হক জবেদ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, শেখ রাসেল স্মৃতি পরিদষ এর প্রধান উপদেষ্টা ওয়াহিদুল আলম ওয়াহিদ,খুরশেদ আলম বাবুল,তৌহিদ,সাইফুল,শেখ রাসেল স্মৃতি পরিদষ এর সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম,সহ-সভাপতি আসিফ ইমরান,সহ-সাংগঠনিক সম্পাদক আবিদ হাসনাত, সহ-প্রচার সম্পাদক আরিফুল ইসলাম,ত্র্যাণ দূর্যোগ বিষয়ক সম্পাদক ফাহিম, শাকিল,মেহদি হাসনাত,সোহেল প্রমুখ।