সিলেট প্রতিনিধিঃ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে এগ্রিকালচারাল কনস্ট্রাকশন এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আলতাফ হোসেন নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
বুধবার (৩০ ডিসেম্বর) রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে অধ্যাপক ড. মো. আলতাফ হোসেনকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আগামী ২ বছরের জন্য কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেয়া হয়। এর পূর্বে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগে অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আলতাফ হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে স্নাতক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং জাপান থেকে পি.এইচ.ডি. সম্পন্ন করেন। বিভিন্ন বিষয়ের উপর জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রকাশনা রয়েছে।