মোঃ সেলিম (সাতকানিয়া প্রতিনিধি):
সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বনফুল গ্রুপের চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি। তিনি বর্তমানে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এম.এ মোতালেব সিআইপির ব্যক্তিগত সহকারী আবু তৈয়ব জানান, গত সোমবার সকালে করোনার প্রাথমিক উপসর্গ দেখা দিলে উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেন। ঐদিন বিকেলে জ্বরসহ শারীরিকভাবে অসুস্থবোধ করায় তিনি পার্কভিউ হাসপাতালে ভর্তি হন।
পরেরদিন (মঙ্গলবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্টে তার রিপোর্ট নেগেটিভ আসে কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গতকাল পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তবে তিনি এখন সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী আবু তৈয়ব।
এম.এ মোতালেব সিআইপির পরিবারের পক্ষ থেকে তার করোনা থেকে মুক্তি ও সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।