মোঃ সেলিম (সাতকানিয়া প্রতিনিধি):
সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফ, দরবার-ই-আলীয়াহ্ জাঁহাগীরিয়াহ্’য় অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে আদবের সাথে চাদর শরীফ পরিবেশনের মধ্য দিয়ে সোমবার শুরু হলো হজরত শাহ জাহাঁগীর শমসুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ মখছুছুর রহমান (ক.) এর ৫০তম পবিত্র ওরস শরীফ। ওফাত শরীফের সূবর্ণজয়ন্তী উপলক্ষে লাখো মুরিদ-আশেকানের আগমনে দরবার শরীফে এক স্বর্গীয় আবেশের সৃষ্টি হয়েছে।আধ্যত্মিক ও তরিকতের পীঠস্থান মির্জাখীল দরবার শরীফে পাঞ্জেগানা নামাজ আদায়, খতমে কোরান, তাকরির মাহফিল, মিলাদ শরীফ, ছেমা মাহফিলের সুরের সুললিত মূর্ছনায় পাঁচদিনব্যাপী এই ওরস শরীফের প্রথম দিন মঙ্গলবার। এরপর টানা তিনদিন ওরস শরীফ অনুষ্ঠিত হবে। সবশেষে ২১ ফেব্রুয়ারী শুক্রবার পবিত্র বেলাদত শরীফের মধ্য দিয়ে সমাপ্ত হবে ওরস শরীফের আনুষ্ঠানিকতা।পবিত্র ওফাত শরীফের সূবর্ণ জয়ন্তীর এন্তেজাম হজরত শাহ জাহাঁগীর শেখুল আরেফীন’র (ক.) প্রপৌত্র, হজরত শাহ জাঁহাগীর ফখরুল আরেফীন’র পৌত্র, হজরত শমসুল আরেফীন’র একমাত্র জানশীন ও সিলসিলাহ’য় আলীয়াহ্ জাঁহাগীরিয়াহ’র বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন মৌলানা শাহ সৈয়দ মোহাম্মদ আরেফুল হাই (ক.) এবং উনার জানশীন হজরত শাহ জাহাঁগীর ইমামুল আরেফীন ড. মৌলানা শাহ সৈয়দ মোহাম্মদ মকসুদুর রহমান (ক.) এর পবিত্র তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৩য় শাহ জাঁহাগীর হযরত শমছুল আরেফীন (ক.) এর ৫০তম ওরশ শরীফ উপলক্ষে পুরো দরবার সেজেছে নতুন রূপে। দেশবিদেশের ভক্তরা ইতিমধ্যে আসতে শুরু করায় দরবার শরীফ পাচ্ছে ভিন্ন রূপ।
যাতায়াত- চট্টগ্রাম শহরের নতুন ব্রীজ থেকে সাতকানিয়া কেরানীহাট হয়ে সহজেই মির্জাখীল দরবার শরীফে পৌঁছানো যাবে।