মো: সেলিম উদ্দীন (সাতকানিয়া প্রতিনিধি) :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া মির্জাখীল বাংলাবাজার থেকে সুগন্ধা চৌধুরী পুকুর পার দিয়ে সাতকানিয়া যাওয়ার রাস্তাটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, কিছু দূর পর পর রাস্তার মধ্যখানে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে সে সব গর্তে পানি জমে যায়। এ-ছাড়াও পিচ কর্পেটিং উঠে গিয়ে বেরিয়ে এসেছে ইট।
এ রাস্তাটি নষ্ট হয়ে যাবার কারণে এ রাস্তায় চলাচলকারী মানুষ ও যানবাহন বেকায়দায় পড়েছেন। অসুস্থ রোগী কিংবা জরুরি কাজে সাতকানিয়া যেতে হলে এখন সময় লাগছে দ্বিগুণ। প্রতিনিয়ত গর্তে যানবাহনের চাকা পড়ে বিকল হয়ে থাকছে রাস্তা জুড়ে।
স্হানীয় বিভিন্ন জনের সাথে কথা বললে তারা জানান, চলাচলের এ সড়কটি একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে । বৃষ্টি হলে রাস্তায় সৃষ্টি গর্তে পানি জমে যায়। জমে থাকা পানির উপর দিয়ে ভারি যানবাহন গেলে রাস্তা আরও ভেঙ্গে যায়।