মোঃ সেলিম (সাতকানিয়া প্রতিনিধি):
মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশে এক কোটি চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সাতকানিয়া উপজেলা বন বিভাগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জননেতা জনাব এম এ মোতালেব সিআইপি।
এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নুর এ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব সালাহউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা আঞ্জুমান আরা, সহকারী কমিশনার (ভূমি) জনাব আল বশিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য রুপ কুমার নন্দী খোকন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোসাদ হোসেন চৌধুরী, বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।