মোঃ সেলিম (সাতকানিয়া প্রতিনিধি):
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড মাইজ পাড়া ক্রিকেট মাঠে আজ উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মাইজ পাড়া ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯-২০। উদ্বোধনী খেলায় দুই শক্তিশালী দল মোকাবেলা করবে। দলগুলো হল করিম এন্টারপ্রাইজ বনাম এনাম এন্ড ব্রাদার্স। উক্ত উদ্বোধনী খেলা সকাল ৯.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে মাইজ পাড়া ক্রিকেট মাঠে। মাইজ পাড়া ক্রিকেট টুর্নামেন্ট মোট ৪টি দল অংশগ্রহণ করছে, সুগন্ধা একাদশ,মাহি কালেকশন,করিম এন্টারপ্রাইজ, এনাম এন্ড ব্রাদার্স।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সুগন্ধা কমিউনিটি সেন্টার এর স্বত্বাধিকারী জনাব হাজী মুহাম্মদ ইসহাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হাজী মুহাম্মদ ইউচুপ,মাষ্টার মোহাম্মদ খোরশেদ আলম, মুহাম্মদ ইউচুপ,মুহাম্মদ খোরশেদ, মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রমুখ।
উল্লেখ্য মাইজ পাড়া ক্রিকেট টুর্মামেন্ট ২০১৯-২০ এর স্পন্সর পার্টনার হিসাবে আছে ৭১ বাংলা নিউজ (একাত্তর বাংলা নিউজ)।