মোঃ সেলিম (সাতকানিয়া প্রতিনিধি):
অবশেষে দু:খ ঘুছতে যাচ্ছে বাঁশখালী ও সাতকানিয়াবাসীর। চালু হচ্ছে কেরানীহাট-সাতকানিয়া-গুনাগরি জেলা মহাসড়কের ১৩ কিলোমিটারে অবস্থিত বেইলি সেতুটি। ফলে পুরোনো সেতুটি অপসারণ করা হচ্ছে। এ কারণে আগামী দুই দিন যান চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে কাল বুধবার (১৮ ডিসেম্বর) দু্ইদিন উক্ত সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল না করার জন্য অনুরোধ জানিয়েছেন দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ।
সওজ প্রকৌশলী সুমন সিংহ বলেন, ‘ইতিমধ্যে বিকল্প সেতুটি নির্মাণ হয়ে গেছে। আমরা পুরোনো সেতুটি অপসারণ করার পর গাড়ি চলাচল উন্মুক্ত করে দেব। সেতুটি অপসারণের কাজ চলছে। ’
এছাড়া সাময়িক অসুবিধার জন্য সওজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছেন তিনি। এ ব্যাপারে সকলের সহযোগিতা আশা করেছেন তিনি।