স্টাফ রিপোর্টারঃ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিউ মার্কেট ও ঢাকা কলেজ এলাকায় সংঘটিত ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আহত ছাত্র মোশাররফ বর্তমানে একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷’
শিক্ষামন্ত্রী বলেন, ‘এ ঘটনায় আহত সব শিক্ষার্থী এবং অন্যান্য ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
ঢাকা কলেজ ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের মাঝে সংঘর্ষে আহত শিক্ষার্থীকে দেখতে আজ মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে যান। এ সময় তিনি প্রধানমন্ত্রীর নির্দেশের কথা সাংবাদিকদের জানান।