মোঃ সাজ্জাদুল ইসলামঃ
দেশে করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বুধবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৭ মার্চ ২০২০ থেকে এখনও পর্যন্ত সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পাঁচ দফায় ছুটি বাড়িয়ে ৬ আগস্ট পর্যন্ত তা বলবৎ ছিল। এখন তা বেড়ে ৩১ আগস্ট করা হল। ৩১ আগস্টের পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।