স্টাফ রিপোর্টারঃ
বন্যার কারণে স্থগিত হয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী আগস্ট মাসে নেওয়া হবে। রোববার (৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান বলেন, আগস্টের প্রথম সপ্তাহেই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আমাদের। তবে বন্যা পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে।
তিনি আরও বলেন, পরীক্ষার সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়। তারাও বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত। তবে আমরা সবাই আগস্টের শুরুতেই পরীক্ষা আয়োজনের সর্বাত্মক চেষ্টা করছি।
এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন। গত ২৭ এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ১৯ জুন থেকে পরীক্ষা শুরুর সময়সূচি প্রকাশ করেছিল।
এসএসসি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে তবে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষা শুরুর এক দিন আগে, ১৭ জুন সেই পরীক্ষা স্থগিত করা হয়।