মোস্টবেট বাংলাদেশের সেরা বুকমেকার। স্পোর্টস বেটিং, অনলাইন ক্যাসিনো সকলের জন্য সীমাবদ্ধতা ছাড়াই উপলব্ধ, এবং একটি ব্যাঙ্ক কার্ডে Mostbet withdrawal সম্ভব!
Türkiye'nin en iyi bahis şirketi Mostbet'tir: https://mostbet.info.tr/

বাংলাদেশ, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে যাদের মনোনয়ন দিল আওয়ামী লীগ


প্রকাশের সময় :১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:৩৪ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ১ হাজার ৫৫৩টি মনোনয়ন যাচাইবাছাই করে ৪৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বুধবার বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে ৪৮টি সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যারা হয়েছেন তাঁদের নাম প্রকাশ করছি।

মনোনয়ন পেয়েছেন-

১. দ্রৌপদী দেবী আগরওয়ালা- ঠাকুরগাঁও

২. মোছাঃ আশিকা সুলতানা- নীলফামারী

৩. রেজিয়া ইসলাম- পঞ্চগড়

  1. রোকেয়া সুলতানা- জয়পুরহাট

৫. কোহেলী কুদ্দুস- নাটোর

৬. জারা জাবীন মাহবুব- চাঁপাইনবাবগঞ্জ

৭. রুনু রেজা- খুলনা

৮. ফরিদা আক্তার বানু- বাগেরহাট

৯. মোসা. ফারজানা সুমি- বরগুনা

১০. খালেদা বাহার বিউটি- ভোলা

১১. নাজনীন নাহার রশীদ- পটুয়াখালী

১২. ফরিদা ইয়াসমিন- নরসিংদী

১৩. উম্মি ফারজানা ছাত্তার- ময়মনসিংহ

১৪. নাদিয়া বিনতে আমিন- নেত্রকোণা

১৫. মাহফুজা সুলতানা- জয়পুরহাট

১৬. পারভীন জামান- ঝিনাইদহ

১৭. আরমা দত্ত- কুমিল্লা

১৮. লায়লা পারভীন- সাতক্ষীরা

১৯. বেগম মন্নুজান সুফিয়ান- খুলনা

২০. বেদৌরা আহমেদ সালাম- গোপালগঞ্জ

২১. শবনম জাহান- ঢাকা

২২. পারুল আক্তার- ঢাকা

২৩. সাবেরা বেগম- ঢাকা

২৪. শাম্মী আহমেদ- বরিশাল

২৫. নাহিদ ইজাহার খান- ঢাকা

২৬. ঝর্না হাসান- ফরিদপুর

২৭. ফজিলাতুন নেসা- মুন্সীগঞ্জ

২৮. শাহিদা তারেখ দীপ্তি- ঢাকা

২৯. অনিমা মুক্তি গমেজ- ঢাকা

৩০. শেখ আনার কলি পুতুল- ঢাকা

৩১. মাসুদা সিদ্দীক রোজী- নরসিংদী

৩২. তারানা হালিম- টাঙ্গাইল

৩৩. বেগম শামসুর নাহার- টাঙ্গাইল

৩৪. মেহের আফরোজ- গাজীপুর

৩৫. অপরাজিতা হক- টাঙ্গাইল

৩৬. হাছিনা বারী চৌধুরী- ঢাকা

৩৭. নাজমা আক্তার- গোপালগঞ্জ

৩৮. রুমা চক্রবর্তী- সিলেট

৩৯. ফরিদুন্নাহার লাইলী- লক্ষ্মীপুর

৪০. আশ্রাফুন নেছা- লক্ষ্মীপুর

৪১. কানন আরা বেগম- নোয়াখালী

৪২. শামীমা হারুন- চট্টগ্রাম

৪৩. ফরিদা খানম- নোয়াখালী

৪৪. দিলোয়ারা ইউসুফ- চট্টগ্রাম

৪৫. ওয়াসিকা আয়শা খান- চট্টগ্রাম

৪৬. জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ- রাঙ্গামাটি

৪৭. সানজিদা খানম- ঢাকা

৪৮. মোছা. নাছিমা জামান (ববি)- রংপুর।

ট্যাগ :