ভারতের সঙ্গে দর কষাকষির কোনো ক্ষমতা এই সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার জোর করে ক্ষমতায় আছে বলেই তারা দেশের স্বার্থ রক্ষা করতে পারছে না।আমরা ভারতের বিরুদ্ধে তো কখনই কথা বলি না। সমস্যা হচ্ছে যে, আজকে এমন একটা সরকার যে আমার সমস্যাগুলো নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে পারে না। সেই শক্তি তার নেই। দর কষাকষির কোনো ক্ষমতা তার নেই। সে তাদের (ভারতের) ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকার জন্য’।
মঙ্গলবার সকালে রাজধানী মতিঝিলের একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘ফেনী নদীর পানি চুক্তি : বাংলাদেশের সম্ভাব্য বিপর্যয়’ শীর্ষক এক সেমিনারে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই সরকার যত দিন থাকবে তত দিনই বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে। একে একে নষ্ট হবে এবং বাংলাদেশ নিঃস্ব হয়ে যাবে।