স্টাফ রিপোর্টারঃ
পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকীকে অব্যাহতি দিয়ে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, নাজমুল সাকের সিদ্দিকীর বিরুদ্ধে সম্প্রতি এক নারী আদালতে ধর্ষণ ও টাকা আত্মসাতের মামলা করেছে। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা জরুরি সভা ডেকে তাকে অব্যাহতি দিয়েছি। সেখানে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে।