মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে ইউপি নির্বাচনে কেন্দ্রে ঢুকে কারচুপি এবং ভয়-ভীতি প্রদর্শন করে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করার দায়ে ১০ জনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৫ জানুয়ারি) বেলা ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা এ রায় দেন।
র্যাব-৪-এর লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের নির্বাচনে কামার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ভোট কারচুপি করেন দণ্ডিতরা। তারা ভয়-ভীতি প্রদর্শন করে সাধারণ ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করেন। বেলা সাড়ে ১২টার দিকে সেখান থেকে র্যাব-৪ ১০ জনকে আটক করে। এ সময় একঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে আটকদের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাত দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দশ জনের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর রাহি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান খান সাকিবসহ আরও আট জন বহিরাগত ছাত্রলীগ কর্মী।
এ ঘটনায় কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে গেলে একঘণ্টা ভোট কার্যক্রম স্থগিত থাকে। অনেক ভোটার ভোট কেন্দ্র ত্যাগ করে চলে যান। পরবর্তী সময়ে ভোট কার্যক্রম শুরু হলেও ভোটার উপস্থিতি কমতে থাকে। বেলা দেড়টার দিকে মহল্লার মাইকে পুনরায় ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রিসাইডিং অফিসার মো. শামীম মিয়া বলেন, ‘ভোট কেন্দ্রে ঝামেলা ঘটলে ভোটগ্রহণ একঘণ্টা স্থগিত থাকে। তাৎক্ষণিকভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে তারা এসে পরিবেশ শান্ত করেন। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন আছে। আশা করি বাকি সময়টুকু ভোটাররা সুস্থ-সুন্দর ভাবে ভোট দিতে পারবেন।’