স্টাফ রিপোর্টারঃ
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ছেলে আশিক আহমেদ।
শনিবার (৯ এপ্রিল) দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ দায়িত্ব দেন।
তার সাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা অনুযায়ী তাকে যুগ্ম মহাসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এরআগে গত নভেম্বরে আশিক আহমেদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়েছিল। দেশের সর্ববৃহৎ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই’র সদস্য। পাশাপাশি তিনি ডাচ-বাংলা চেম্বার অব কমার্সেরও সদস্য। সমাজসেবায়ও তার অনেক অবদান রয়েছে। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে।