বাংলাদেশ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

জাপার নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু! রাঙ্গার স্থলাভিষিক্ত হলেন তিনি


প্রকাশের সময় :২৬ জুলাই, ২০২০ ১০:১৮ : পূর্বাহ্ণ

এম.এইচ মুরাদঃ

জাতীয় পার্টির মহাসচিব হিসেবে চট্টগ্রামের জিয়াউদ্দিন আহমেদ বাবলুকেই বেছে নিলেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বর্তমান মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব হিসেবে এই নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য যে, জিয়াউদ্দিন আহমেদ বাবলু মহাসচিব হিসেবে মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হলেন। পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ অদ্য ২৬ জুলাই ২০২০ থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ১৯৫৪ সালে চট্টগ্রামে জন্ম নেয়া জিয়া উদ্দীন আহমেদ বাবলু ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন। তিনি জাতীয় পার্টি সরকারের মন্ত্রীও ছিলেন।

ট্যাগ :