মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতার সাথে যুবলীগ নেতার মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত ও একটি মোটর সাইকেল জ্বালিয়ে দেয়া হয়েছে। রোববার (১৫ ডিসম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দফায় দফায় এই হামলার ঘটনা ঘটেছে।
আহতরা হলেন সাবেক ছাত্রলীগ নেতা অভি রায় (২৮), যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন আরাফাত (২৬), মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন লিটন (২৮) ও তার ছোট ভাই ইব্রাহিম হোসেন টুটুল (২২)। আহতদের মধ্যে আরাফাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়া হয়েছে।
আওয়ামীলীগ নেতা ইলিয়াছ হোসেন লিটন জানান, রোববার দুপুরে উপজেলা রোড়ে সিএনজি টেক্সিস্ট্যান্ড অভির সাথে রাজনৈতিক বিষয়ে কথা কাটাকাটি হয়। এসময় সে আমার উপর চড়াও হওয়ার চেষ্টা করলে আমি তাকে চড় থাপ্পড় দিয়েছি। এরপর আরাফাত সুফিয়া রোড় এলাকা থেকে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে সে মাথায় আঘাত পায়। এর পূর্বে সে আমার ব্যবহত মোটর সাইকেল নিয়ে যায় এবং তার সাঙ্গপাঙ্গরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এতে প্রায় ২লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
সাবেক ছাত্রলীগ নেতা অভি রায় বলেন, আজ দুপর ১২টার দিকে আমার দোকান থেকে বের হয়ে মোটর সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে লিটনসহ আরও ৪-৫ জন আমাকে দাঁড়াতে বলে। দাঁড়ানোর সাথে সাথে এলোপাতাড়ি মারধর করে। বিষয়টি আমার বন্ধু আরাফাতকে জানিয়েছি।
যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন আরাফাত জানান, রোববার দুপুরে লিটন আমার বন্ধু সাবেক ছাত্রলীগ নেতা অভিকে মারধর করে। খবর পেয়ে সুফিয়া রোড় এলাকায় আমি লিটনকে বিষয়টি জিজ্ঞাসা করতে গেলে দলবল নিয়ে আমার ওপর হামলা করে। বোতলের কাচ দিয়ে আমার মাথায় আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হয়।
মোটর সাইকেল জ্বালিয়ে দেয়ার বিষয়টি সে অস্বীকার করে আরাফাত বলেন, আমি তখন হাসপাতালে, কারা মোটরসাইকেলে আগুন দিয়েছে আমি জানিনা।
এই বিষয়ে মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এই ঘটনা কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করা হবে।