বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

ঐকমত্য কমিশনের আলোচনা থেকে ওয়াকআউট বিএনপির


প্রকাশের সময় :২৮ জুলাই, ২০২৫ ৬:৫৭ : পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:

সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত বিধান আলোচনায় বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছে। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ ওয়াকআউট করেন। পরে অবশ্য ১২ টা ১৫ মিনিটে তাঁরা আবারও আলোচনায় যোগ দেন।

আজ সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ২০ তম দিনের শুরুতে আলোচনার জন্য শুরু হয়। সকাল সাড়ে ১১টার পরে বিষয়টি আলোচনার জন্য উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানান তাদের দল এ আলোচনায় অংশ নেবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ আরও বলেন, ‘আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম। কারণ আমাদের বক্তব্য পরিস্কার ছিল কিছু প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি করা এবং সংবিধানে অন্তর্ভুক্ত করলে রাষ্ট্র ও সরকার পরিচালনায় জটিলতা তৈরি হবে।’

এ সময় জাতির স্বার্থে বিএনপিকে এ আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ করেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।

পরে আলী রীয়াজ বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা আলোচনায় অনুপস্থিত থাকবে না। একটি রাজনৈতিক দল আলোচনায় অংশ না নিলে আলোচনা করা যাবে না তা নিয়ে সিদ্ধান্ত দিতে পারি না।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, একটি বড় দল আলোচনায় অংশ না নিলে ঐকমত্য পৌঁছানো সম্ভব না। আলোচনায় অগ্রসর হওয়া সম্ভব না।

পরে সংলাপের সঞ্চালক মনির হায়দার বলেন, এর আগে এক বা একাধিক দল নোট অব ডিসেন্ট দিয়ে ঐকমত্য হয়েছিল।

ট্যাগ :