স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ তিনজন নিহত এবং আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকার মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোচালক হাবিবুর রহমান (৩০), যাত্রী পপি আক্তার (২২) ও অজ্ঞাত আরেকজন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি কামাল হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাছের আড়তের সামনে অটোরিকশাকে পেছন থেকে ময়মনসিংহগামী একটি বাস চাপা দিলে ধুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অজ্ঞাত যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। অটোতে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।