টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা একই পরিবারের বলে জানা গেছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধুসেতুর পূর্ব গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারীপাড়ার গ্রামের মৃত হাজী কামাল উদ্দিন সরকারে ছেলে হাজি আবদুল করিম সরকার (৬০), করিমের স্ত্রী মাতোয়ারা সরকার (৫০) ও মেয়ে কানিজ ফাতেমা (৩০)।
আহতরা হলেন- নিহত করিমের জামাতা হাজি সেলিম, নাতি সামি (আড়াই বছর), ইমদাদুল হক, রুনা (২৭), মেঘলা (১৭)।
নিহত তিনজনের মধ্যে দুইজন নারী। হতাহতদের বাড়ি সিরাজগঞ্জ সদর থানায় বলে জানিয়েছে পুলিশ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইবুর রহমান জানান, সকালে সিরাজগঞ্জ থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় গাড়িটি।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির ভেতরে থাকা তিনজন নিহত হন। এসময় আরও পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি ও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।