বাংলাদেশ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে দেশে ডিম আমদানির সিদ্ধান্ত


প্রকাশের সময় :১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৭:২৮ : পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:

অবশেষে ডিম আমদানির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথমে স্বল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও যদি দামের লাগাম না টানে ব্যাপক হারে ডিম আমদানি করা হবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বলেছেন, ডিম প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে। ডিম ছাড়াও পেঁয়াজ ও আলুর দাম নির্ধারণ করেছে সরকার।

ট্যাগ :