বাংলাদেশ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শুরু হয়েছে সময়ের আলো পত্রিকার প্রতিনিধি সম্মেলন


প্রকাশের সময় :১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:১১ : পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:

দেশের স্বনামধন্য বহুল প্রচারিত দৈনিক সময়ের আলো পত্রিকা হাঁটি হাঁটি পা পা রেখে চার পেরিয়ে পাঁচ বছরে পদার্পণ করছে। নানা চড়াই-উতরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে দৈনিক সময়ের আলো আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কদিন আগেই আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) চলছে সময়ের আলোর সারাদেশের সংবাদকর্মীদের নিয়ে প্রথমবারের মতো প্রতিনিধি সম্মেলন।

রোববার সকাল ১০ টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মিলনায়তনের আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন সারাদেশ থেকে আসা সময়ের আলো শতাধিক প্রতিনিধি।

প্রতিনিধিদের সঙ্গে এসময় কথা বলেন, সময়ের আলোর নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ।

ট্যাগ :