স্টাফ রিপোর্টারঃ
এক কোভিড-১৯ রোগীর চিকিৎসার বিল হিসেবে দেড় লাখ টাকা আদায় করার একদিন পর ৩৪ হাজার টাকা রেখে বাকিটা ফেরত দিয়েছে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল কর্তৃপক্ষ। মূলত বাড়তি টাকা নেওয়ার সংবাদটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হওয়াতে টনক নড়ে হাসপাতাল কতৃপক্ষের।
সাইফুর রহমান নামের ওই রোগীর ছোট ভাই আরিফুর রহমান জানিয়েছেন, বুধবার দুপুরে ১ লাখ ১৫ হাজার ৯৯৫ টাকা ফেরত পেয়েছেন তারা।
সাংবাদিকদের তিনি বলেন, “বাকি টাকা বিভিন্ন বিল দেখিয়ে কেটে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপনারা পাশে ছিলেন বলে অন্তত এই টাকাটা পেলাম। আপনারা সরকার এবং প্রশাসনের পাশাপাশি এইভাবে জনগণের পাশে থাকলে অন্যায়কারীরা অন্যায় করতে সাহস পাবে না।”