স্টাফ রিপোর্টার:
রাজধানীর মোহাম্মদপুরের শিয়ামসজিদ কাঁচাবাজার কমিটির সভাপতি আবুল হোসেন (৫০) ও তার ছোট ভাই মাহবুবকে (৪২) গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বাজারের ভেতরের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল রেখে গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
গুলিবিদ্ধ আবুল হোসেনের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত কাঁচাবাজারের অফিসে আসে। এ সময় আবুলের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আবুল হোসেন তাদেরকে আটক করতে বললে তারা এলোপাথাড়ি গুলি শুরু করে। এ সময় আবুল হোসেনের পায়ে দুইটি ও মাহবুব মিয়ার পিঠে একটি গুলি লাগে। পরে তারা গুলি করতে করতে পালিয়ে যায়।
তারা আরও জানা, স্থানীয় কয়েকজন বাজারটি দখলে নেয়ার চেষ্টা করছে। তারা হত্যার উদ্দেশ্যে ও বাজার দখলের জন্য এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।