গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মেঘনা নদীতে শ্রীনগর-২ নামে লঞ্চ থেকে পড়ে আল আমিন (২৩) নামে নৗযানটির এক কর্মচারী নিখোঁজ হয়েছে।
শুক্রবার রাত ১০টায় নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ মোড় থেকে গজারিয়া লঞ্চঘাটের কোন এক জায়গায় লঞ্চের পিছন থেকে পরে যায় ওই কর্মচরী। নিখোঁজের খবর পেয়ে ঢাকা ডেমরা থেকে গজারিয়া লঞ্চ ঘাটে আসেন আল আমিনের খুঁজে। গজারিয়া লঞ্চঘাটে তার মা-বাবার আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে।
আল আমিনের বোন জামাই রাকিব জানান, বাবা-মার সঙ্গে রাগ করে লঞ্চে চাকরি নেয় সে। কিভাবে লঞ্চ থেকে পরে গেছে জানা নেই।
লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, চরকিশোরগঞ্জ মোড় অতিক্রম করার সময় লঞ্চের পিছন থেকে আল আমিন পরে যায়। এখন পর্যন্ত আল আমিনের কোন হদিস পায়নি কোস্টগার্ড, নৌপুলিশ এবং স্বজনরা।
এ বিষয়ে গজারিয়া নৌপুলিশ ইনচার্জ আব্দুর রজ্জাক বলেন, আল আমিনের খোঁজে নৌ পুলিশ ও কোস্টগার্ড একযোগে উদ্ধার অভিযানে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আল আমিনকে উদ্ধার করা সম্ভব হয়নি।