স্টাফ রিপোর্টার:
রেলে ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে ঢাকামুখী উত্তরাঞ্চলের ৯টি আন্তঃনগর ট্রেনের বিমানবন্দর স্টেশনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। আগামীকাল বুধবার (২ এপ্রিল) থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেন বিমানবন্দরে না থেমে সরাসরি কমলাপুর চলে যাবে। ঈদকে কেন্দ্র করে রেলওয়ের কর্মপরিকল্পনার কার্যবিবরণীতে এমন তথ্যের উল্লেখ আছে।
ট্রেনগুলো হলো একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস। অন্যদিকে সুন্দরবন, মধুমতী, বেনাপোল এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফরম থেকে যাত্রা শুরু করবে।
এদিকে আজ বুধবার থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা (কমলাপুর) স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃনগর কোনো ট্রেনের টিকিট বিক্রি করা হবে না। আবার বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট বিক্রি করা হবে না।