স্টাফ রিপোর্টারঃ
প্রাণঘাতী মহামারী করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তবে, চট্টগ্রাম-সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুর রুটে রেল যোগাযোগ স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যার সাতটায় বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার রতন কুমার বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ থাকবে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম একাত্তর বাংলা নিউজকে বলেন, চট্টগ্রামে করোনার সংক্রামণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। যেসব যাত্রীর আজ (বুধবার) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করার কথা ছিল, তারা কাউন্টারে এসে টিকেট ফেরত নিতে পারবেন।