বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউনাইটেড হাসপাতালে করোনা ইউনিটে আগুন! ৫ রোগী নিহত


প্রকাশের সময় :২৭ মে, ২০২০ ৫:৫২ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

ঢাকার গুলশান ২ নম্বরে ইউনাইটেড হাসপাতালে লাগা আগুনে পাঁচজন করোনা আক্রান্ত রোগী দগ্ধ হয়ে মারা গেছেন।

বুধবার (২৭ মে) রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান এ খবর নিশ্চিত করেছেন।

হাসপাতালের চিফ অব কমিউনিকেশন ডা. সাগুফা আনোয়ার বলেন, মূল ভবনের বাইরে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে সবাই নিরাপদে আছেন। কোনও ধরনের ধোঁয়া হাসপাতালের ভেতরে যায়নি।

তিনি বলেন, ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। সবকিছূ মিলিয়ে নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। ওখানে থাকা রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার পর বারিধারা ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আছে। করোনা ইউনিটে থাকা পাঁচজন মারা গেছেন।

একাত্তরবাংলানিউজ/এফএস/টিএম

ট্যাগ :