বাংলাদেশ, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো চট্টগ্রাম-সিলেট! কেন্দ্র ভারতের মিজোরামে


প্রকাশের সময় :২৭ আগস্ট, ২০২০ ১:৩০ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলসহ ভারতের মিজোরাম রাজ্য ও মিয়ানমারের সীমান্ত এলাকা ভূমিকম্পে কেঁপে উঠলো আবার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৮ মিনিট ১৫ সেকেন্ডে মিজোরামের আইজল জেলার উত্তর বানলাইফাই শহর থেকে ১৭ কিলোমিটার দূরে এটির উৎপত্তি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বিভাগের ভূকম্পন পর্যবেক্ষণের তাৎক্ষণিক ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

ভূমিকম্পের উৎস ছিল ভারতের মিজোরামের দক্ষিণ কাউবাং থেকে মাত্র ৪ কিলোমিটার গভীরে এবং বানলাইফাই শহর থেকে ১৭ কিলোমিটার দূরে। ওই এলাকার অবস্থান বাংলাদেশের চট্টগ্রাম থেকে ১৭০ কিলোমিটার এবং সিলেট থেকে মাত্র ২৬৭ কিলোমিটার।

চট্টগ্রাম, তিন পার্বত্য জেলাসহ দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানা গেছে।

ট্যাগ :