স্টাফ রিপোর্টার:
আগামী এপ্রিল ও মে মাসের মধ্যে হেলিকপ্টার পাচ্ছে পুলিশ বাহিনী। এ ছাড়া পুলিশের বার্ষিক প্যারেডের জন্য ঢাকার আশপাশে বড় পরিসরের মাঠ পেতে পারে এই বাহিনী। পুলিশ সপ্তাহের প্রথম দিন আজ মঙ্গলবার পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত কল্যাণ প্যারেডের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন বলে বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী সকালে রাজধানীর রাজারবাগে ছয় দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ-২০২৪’-এর উদ্বোধন করেন। দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে কল্যাণ প্যারেডের বৈঠকে অংশ নেন তিনি।
বৈঠকে উপস্থিত পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশপাশে ভবন নির্মাণ হওয়ায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠ ছোট হয়ে গেছে। বার্ষিক প্যারেডের জন্য আরও বড় মাঠ দরকার। সে জন্য তিনি ঢাকার আশপাশে বড় পরিসরে জায়গা দেখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। যাতে এই জায়গায় স্বাচ্ছন্দ্যে পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠিত হতে পারে।
এ সময় পুলিশ বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে ২০১৬ সালে গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুজন পুলিশ সদস্য নিহত হন। এ ছাড়া ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচির নামে একজন পুলিশ সদস্যকে হত্যা করা হয়। এ সময় বহু পুলিশ সদস্য আহত হন। এসব পুলিশ সদস্যদের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
কল্যাণ প্যারেডে পুলিশ কনস্টেবল থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পর্যন্ত পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হন। এ সময় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ৪০০ পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে অসমসাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৩৫ পুলিশ সদস্য পেয়েছেন ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং ৬০ জন পেয়েছেন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পেয়েছেন ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’ এবং ২১০ জন পেয়েছেন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’।