স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় অভিযুক্ত মো. ইকবালকে আদালতে হাজির করেছে পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) ইকবাল ছাড়াও মাজারের দুই খাদেম ফয়সাল ও হুমায়ুন এবং কোরআন রাখার ঘটনা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানানো ইকরামকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়। আদালতে উপস্থিত করার পর তাদের রিমান্ড আবেদন করে পুলিশ।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে বেলা ১২ টার দিকে ইকবালসহ চার জনকে হাজিরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল মণ্ডপে কোরআন রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনার সঙ্গে আরও কে কে জড়িত তা জানতে ও অধিকতর তদন্তের স্বার্থে গ্রেফতার ইকবালসহ অন্যদে রিমান্ড আবেদন করা হয়েছে।