স্টাফ রিপোর্টারঃ
স্বাস্থ্যবিধি মেনে জরুরি দলিল নিবন্ধন (রেজিস্ট্রি) করার সুবিধার্থে সারা দেশে সাব-রেজিস্ট্রি কার্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বিজ্ঞপ্তিটি গণমাধ্যমের কাছে পাঠিয়েছেন।
এরআগে গত ৪ এপ্রিল নিবন্ধন অধিদপ্তর থেকে জারি করা পৃথক এক বিজ্ঞপ্তিতে দেশের সকল জেলা রেজিস্ট্রার ও উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেওয়া হয়।
শহীদুল আলম ঝিনুকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক গত ৪ এপ্রিল ইস্যুকৃত স্মারক অনুযায়ী স্বাস্থ্যবিধি পালনপূর্বক ও সামাজিক/শারীরিক দূরত্ব বজায় রেখে জরুরি দলিলসমূহ নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের বলা হলো।
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া যেতে পারে।’