স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সব সংসদ সদস্যই শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সংসদ ভবনের শপথ কক্ষে তারা শপথ নেন। এর আগে সকাল ১০টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজেই সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান তিনি। বেলা ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান শিরীন শারমিন চৌধুরী। দুপুর ১২টায় শপথ নেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।