বাংলাদেশ, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের আগুনে দগ্ধ বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু


প্রকাশের সময় :১৮ মে, ২০২২ ৬:৪৯ : পূর্বাহ্ণ

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৬ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে দুই শিশু রয়েছে। গত ১২ মে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ড ঘটে।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মো. নাইমুল হক।

মৃত্যু হওয়া রোহিঙ্গারা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ নুর আলম (৫৯), তার ছেলে আনোয়ার মোস্তফা (১২) ও আলী আহমদের ছেলে হাফিজুল মোস্তফা (৭)।

গত ১২ মে সকাল ৯টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের স্ত্রী চুলায় রান্না করতে গেলে গ্যাসের পাইপ ছুটে ঘরে আগুন ধরে যায়। এতে নুর আলম, তার স্ত্রী, দুই ছেলে এবং পাশের ঘর থেকে দেখতে আসা দুই জনসহ ছয়জন অগ্নিদগ্ধ হয়।

তাদেরকে প্রথমে স্থানীয় কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিনের মাথায় মারা যান বাবা-ছেলেসহ তিনজন।

ট্যাগ :