স্টাফ রিপোর্টারঃ
দেশে বন্যায় ১৩ লাখ শিশুসহ ২৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে ইউইনিসেফ। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে এশিয়ার দেশগুলোর পরিস্থিতিও তুলে ধরে এই তথ্য জানায় সংস্থাটির পক্ষ থেকে।
ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, বন্যায় প্রায় সাড়ে ৫ লাখ পরিবার গৃহহীন হয়েছে। সাইক্লোন আম্পানের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই বন্যার থাবা পড়েছে বাংলাদেশে। জরুরি স্বাস্থ্যসেবা এবং করোনা নিয়ন্ত্রণে কঠোর পরিশ্রম করে যাচ্ছে সংস্থাটি। বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছেন। এখন অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। সেখানে জরুরিভাবে সহায়তা পৌঁছানোর প্রয়োজন আছে।