বাংলাদেশ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের এমডি আনা বেয়ার্দের সাক্ষাৎ


প্রকাশের সময় :২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:৫৬ : পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:

নারীর আর্থসামাজিক উন্নয়ন আর উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাংকের কাছে বিশেষ তহবিল চেয়েছে বাংলাদেশ। একইসঙ্গে জলবায়ু বিষয়ক তহবিল বাস্তবায়নে কম সুদে ঋণ চেয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সংসদ ভবন কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বেয়ার্দ। সাক্ষাতে প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

এ সময় ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশে মূল্যস্ফীতির প্রসঙ্গ উঠে আসে। ডলারের দাম ও টাকার মান ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আর্থিক খাতে বাংলাদেশের নেয়া সংস্কারের প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হবে। এছাড়া নতুন প্রকল্পের জন্য দ্রুত নতুন তহবিল ছাড় করা হবে।

ট্যাগ :