সম্পতি প্রধানমন্ত্রীর দিল্লী সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির ডকুমেন্ট চেয়ে চিঠি দিতে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল পিএম অফিসে যাচ্ছে।
রোরবার বেলা সাড়ে ১১টায় তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন। প্রতিনিধি দলে রয়েছেন, বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির ডকুমেন্ট চেয়ে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেয়া হচ্ছে। বিএনপির দুই নেতা চিঠি নিয়ে যাচ্ছেন।