স্টাফ রিপোর্টারঃ
আধুনিকতার নামে উশৃঙ্খলতা নয়, বরং পারিবারিকভাবে ইংরেজি নববর্ষ উদযাপনের আহবান জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। নববর্ষকে ঘিরে জঙ্গি তৎপরতা বা কোনো ধরনের হুমকি নেই বলেও জানান র্যাব ডিজি।
প্রতিবারের মতো এবারও কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে সীমিত পরিসরে ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ সড়কে জোরদার করা হয়েছে পুলিশি চৌকি। এদিকে, রাজধানীর অভিজাত এলাকায় চলেছে র্যাবের নিরচ্ছিদ্র নিরাপত্তা তৎপরতা। র্যাবের তরফ থেকে জানানো হয়, নববর্ষকে কেন্দ্র করে নাশকতার কোনো হুমকি নেই।
র্যাব ডিজি বলেছেন, জঙ্গিদের সব ধরনের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।
উৎসবের মধ্যে মাদক ও উশৃঙ্খলা ঠেকাতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।