স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে সংসদীয় দলের আস্থাভাজন নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন এবং তাকে নতুন মন্ত্রিসভা গঠন করার জন্য সম্মতি প্রদান করেছেন।
রাষ্ট্রপতির সম্মতি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬ জনের নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। এর মধ্যে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন আর প্রতিমন্ত্রী রয়েছেন ১১ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা শপথ নেবে।
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বুধবার রাতে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন। তিনি জানান, পূর্ণ মন্ত্রীদের মধ্যে ২ জন আছেন টেকনোক্র্যাট কোটার মন্ত্রী (সংসদ সদস্য নন)।
যে ২৫ জন পূর্ণ মন্ত্রী হচ্ছেন তারা হলেন— আ. ক. ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান কামাল, ডা. দীপু মনি, মুহাম্মদ ফারুখ খান, মো. তাজুল ইসলাম, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, হাছান মাহমুদ, আবদুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আবদুস সালাম, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, ইয়াফেস ওসমান, সামন্ত লাল সেন। এর মধ্যে ইয়াফেস ওসমান, সামন্ত লাল সেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন।