স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশে দুইজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শ্যামলীর শিশু হাসাপাতালে ভিটামিন এ টিকা ক্যাম্পেইন উদ্ভোদন উপলক্ষে বক্তব্য এ কথা বলেন।
শনাক্ত হওয়া দুজন জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেটার। এরআগে করোনা ধরা পড়ে তাদের শরীরে।
ওমিক্রনে আক্রান্ত হওয়া দুই নারী ক্রিকেটার সুস্থ আছে। তাদের মাঝে মাঝে পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রটৌকল অনুযায়ী তাদের দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দুই নারী ক্রিকেটারের সঙ্গে যারা ছিলেন এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে পরীক্ষার আওতায় আনা হয়েছে।