নিউজ ডেস্কঃ
দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে করোনায় মোট ১৭ জনের মৃত্যু ও ১৬৪ জন আক্রান্ত হলেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টার নিয়মিত ব্রিফিংয়ে নতুন আরো ৪১ জন আক্রান্তের কথা জানান আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, নিয়মিত সেচ্চা ভিত্তিতে সেবা দিচ্ছেন দুই হাজারের বেশি চিকিৎসক। আমরা ২১টি গাইড লাইন তৈরি করেছি। যা পাওয়া যাবে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে।
তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশে প্রতি নিয়ত সেবা দিয়ে যাচ্ছি। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে উপজেলা পর্যায়ে ভিডিও কনফারেন্স পৌঁছে দিয়েছি।