স্টাফ রিপোর্টারঃ
আজ ২১ এপ্রিল বুধবার থেকে কক্সবাজার রুট ছাড়া সীমিত পরিসরে অভ্যন্তরীণ আকাশপথ খুলে দেওয়া হচ্ছে।
মহামারি করোনা ভাইরাসে সংক্রমণ বৃদ্ধির কারণে গত ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গতকাল মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান জানান, দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে আজ বুধবার থেকে সীমিত পরিসরে ফ্লাইট আবার চলাচল শুরু হবে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সময় সার্কুলার দেওয়ার মাধ্যমে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে বিস্তারিত জানানো হবে।