স্টাফ রিপোর্টারঃ
বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকা সেনানিবাসে তাকে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের কাছে দায়িত্বভার হস্তান্তরের পর সেনাবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তা ও সকল পদবির সদস্যের উপস্থিতিতে বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়।
এর আগে জেনারেল আজিজ আহমেদ বৃহস্পতিবার (২৪ জুন) সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।